আমি তোমাকে সহজ করে চিনতে পারি
তুমি হারানোর কেউ নও, ধরা পড়ো-মে-
আমার বসন্ত ঠাসা-নগর, শিশিরে-
গাছপাতায় বুঁদ হওয়া নরম হাওয়ায়;
আসমানের রোদ-তারপর গাছকাঠে শিমুল,
যেনো রক্তগ্রাম, সবুজ গ্রাম-অনন্ত অনুবাদ-
যুবকের আস্তর গড়ে তুমি হয়ে ওঠো-দিগন্ত;
কুসুম বলিরেখায় পরে বেড়াও-যাযাবর পায়চারি-
দিকে দিকে অরণ্য দাঁড় করে ফেরাও-পাখিশরীর-
তোমাকে লিখি-আকাশের ভেতর, শহরে-মৌনব্রত;
1 thought on “নগরে/গাছকাঠে শিমুল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মুগ্ধকর উপস্থাপন,