।।পুড়ছে একাত্তর।।
বান-বন্যায় ভেসে গেছে সোনালি ধান-
ঝড়ঝঞ্চায় উড়ে গেছে লাঙল-জোয়াল
রৌদ্রখরায় পুড়ে গেছে ফসলের মাঠ,
পালান, নদী ও নদীর অববাহিকা;
ধূসর জনপদের কোথায়ও শস্যজল নেই-
আর কত ক্ষুধার্ত নিরন্ন বেঁচে থাকা!
পেটের ভিতরে পুড়ছে একাত্তর-
পুড়ছে বিজয়, পুড়ছে স্বাধীনতা,
পুড়ছে ছাব্বিশে মার্চ,
পুড়ছে ষোলই ডিসেম্বর।
পরিপাটি লেখা ।
অনেক ধন্যবাদ।
আপনার কবিতা বরাবরই উপভোগ্য। অভিনন্দন কবি মি. সফি উদ্দীন। শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।