আমাদের এই পৃথিবী সহজ মানুষদের জন্য অত্যন্ত জটিল এবং কঠিন। এই মানুষগুলোকে অনেক পথ পাড়ি দিতে হয়। জীবনের এই জটিল পথে নানা বাধা-বিপত্তি চলে আসে নানা বিঘ্নতা তাদের জীবনে নেমে আসে তাদের জীবনে নেমে আসে ঝড় যে ঝড় সামাল দেয়া সহজ-সরল ভাষায় যায়না।
মানুষ, যারা প্রতিনিয়ত যুদ্ধ করে, যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত আঘাতপ্রাপ্তির শিকার হয়, প্রতিনিয়ত যন্ত্রণায় ভোগে, কষ্টে ভোগে, যাঁর কোনো কুল কিনারা থাকে না।
এই মানুষগুলো পৃথিবীতে কেন এসেছে? তাদের তো কোনো চাওয়া-পাওয়া ছিল না! পৃথিবীতে আসার জন্য তাদের তো কোন অনুদান থাকার কথা নয়; তাহলে কেন তারা এই পৃথিবীতে আসলো, তাহলে কেন তারা এই পৃথিবীর আলো-বাতাসে মানানসই করে নিতে পারে না নিজেদের;
মানব জীবনকে যদি শুধু যুদ্ধ করে টিকে থাকতে হয় তাহলে এমন অনেক মানুষ কেন আছে আমাদের এই পৃথিবীতে! আমাদের এই সমাজে যারা যুদ্ধ ছাড়াই স্বাচ্ছন্দে, অত্যন্ত সুন্দরভাবে জীবনকে উপভোগ করছে, অতিবাহিত করছে, কালক্রমে তারাও কি এমন কোন দুর্ঘটনার শিকার হয়েছে যে দুর্ঘটনা তাদের জীবনকে পরিবর্তন করতে পেরেছে?
জীবন পরিবর্তন করার জন্য দায়ী এই মানুষগুলোকে কেন বুঝতে পারেনা কাছের মানুষেরাওপৃথিবীতে যদি স্বার্থ ছাড়া টিকেই না থাকা যায় তাহলে তাদের আবির্ভাব কেন হল?
কেন ঘটল নতুন এই অধ্যায়ন যে অধ্যায়ন একজন মানুষের জীবনে অত্যন্ত দুরূহ করে তোলে। অর্থবিত্ত প্রতিপত্তিই কি শুধু মানুষের জীবনের মূল প্রতিপাদ্য হতে পারে? এই অর্থ-সম্পদ প্রতিপত্তির প্রতিপাদ্য ছাড়া কি মানুষ জগতে বসবাস করতে পারবে না?
এই পৃথিবীতে দুইটা শব্দ খুবই কঠিন যার মধ্যেকার একটি হচ্ছে বিশ্বাস আর আরেকটা হচ্ছে অবিশ্বাস; মানুষ এই দুইটা শব্দকে সম্বল করে বেঁচে থাকে এইদুটো শব্দকে নিয়ে যেভাবে বেঁচে থাকে এভাবে কি জীবন অতিবাহিত করা যায়? কিন্তু যে মানুষগুলো কোন কিছুই করতে পারল না মানুষের জন্য যে মানুষগুলো আজীবন যুদ্ধ করে আর বেঁচে থাকে
অন্যের জন্য যে মানুষগুলো বরাবর ধরেই নিজেকে নিজের অস্তিত্বকে নিজের চাওয়া পাওয়াকে নিজের ভালো থাকাকে নিজের সুখ দুঃখ কেবিসর্জন দেয় অন্যের জন্য, সে মানুষগুলোর জীবন কেন এত দুর্গম দুর্বিনীত দুর লগ্ন দুর্যোগপূর্ণ সে মানুষগুলোর জীবন কেন এত কঠিন হয় করুন হয় যন্ত্রণাদায়ক হয় বিষণ্নতায় জর্জরিত হয় কষ্টে নিমজ্জিত হয় জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড যে মানুষগুলো নিজের কষ্টকে নিজের যন্ত্রণা কে নিজের ক্ষত কে ঢেকে রাখে অন্যের ভালো করার মধ্য দিয়ে সেই মানুষগুলো কি কখনোই সুখের সন্ধান পাবে না?
জগত কি এতটাই নিষ্ঠুর? জগত কি এতটাই নির্বোধ পৃথিবী এতটাই কি বেখেয়ালি হয় যাদের পদচারণায় এই পৃথিবী ধন্য হয় নিঃস্বার্থ হয় নিঃশর্ত হয় তারাই যদি এই কঠিন পথের মুখোমুখি হয়ে থাকে তাহলে জগত কাদের জন্য উপজীব্য হবে কাদের জন্য সৌন্দর্যমন্ডিত হবে কাদের জন্য শুভকর হবে কাদের জন্য আলোচিত হবে কাদের জন্য সূর্যময় হয়ে উঠবে আমাদের এই পৃথিবী?
এই ভয়ে সেই চিন্তায় সেই ভাবনায় আমার এই বিস্ময়কর জীবন বয়ে চলে পৃথিবীর এই পথ ধরে যেখানে মানুষ মাত্রই একা যেখানে মানুষ মাত্রই অসহায় যেখানে মানুষ মাত্রই নির্দয় দয়ালু নিরাপদ নিষ্কর্মা নিষ্ঠুর এবং জীবন হরণকারী।
চমৎকার লিখেছেন
শুভকামনা রইলো ভাইয়া
জীবন বিশ্লেষণ।