হাত বদলাতে চায় না-এই শিল্প
জড়িয়ে আছে তোমার সঙে
‘মারণ ব্যাধি’ সোনার সিথানে
বেড়ে ওঠা কাবিননামা ফুল-সব
হাতের কররেখায় নিকানো উঠান
কীর্তিনাশা নদীর মতো স্মৃতি-স্রোত;
যেকোনো দুপুরে অগাণিতিক রং
নৌকোর গহন ছেঁড়ে দ্রুত হারায়
পোষা সন্ধ্যার প্রদীপে-সিরিজ হাওয়া
অদূরে বাঁচা মরা দাঁড়িপাল্লা গাছ
ফের ডাকে-আসমানি পথের কাছে
লাগাম টেনে সাজিয়েছে পাখিজন্ম;
তোমাকে ভেবে শরীর হতে নুন খসে
পড়ে-এই নগরে, দেখা যায় থির ছায়া
সকাল হচ্ছে-ঘুম কেটে যাচ্ছে
এত দিন ছিলাম, এত দিন ছিলে
বুকে বেধে না বদলানো তলানিতে
সুমিশ্রণ ঘ্রাণ ছড়ায় শিল্প মায়া।
অসাধারণ কাব্য গাঁথা প্রিয় কবি মি. টিপু সুলতান।
অনবদ্য প্রকাশ।