শেখ সাহেব

আমি প্রতিদিন মহাকবির দেখা পাই
পৃথিবীর লিজেন্ডারি মানুষ
অবাক হতে হয়, অবাক হবার মতো
বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বাংলাদেশ ও বঙ্গবন্ধু
পোজ দিচ্ছেন, বসে ভাবি-একই তো-

যিনি মাঝেমধ্যে গোপালগঞ্জ হতে আসেন-
আমরা গা গতর ঘ্রাণে ঠাওর করতে পারি
দাঁড়িয়ে থাকি, সকলে দেখা পাই
সেই সিঁড়ি, সোজা বত্রিশ নং বাড়ি-
মানে তিনি-অমর কবিতার কবি, ৭ই মার্চ
আরও প্রমাণ আছে, সংগ্রামী পিতা-হিমালয়

এই ছায়ায় বেঁচে আছি, দুর্গে-মানে সব
এর চেয়ে বড় কোনো ময়দান নেই
আমি ফেটে পড়ি আনন্দ আয়োজনে
বয়ে বেড়াই লগি, নৌকু আর সমস্ত ইন্দ্রিয়
কাঁচা সূর্য, যেভাবে বিশাল শহর বাঁচায়
জ্যোৎস্না হাসির প্রণয়ে হাসে অন্ধকার
এ হলো একেবারে কাছাকাছি-পরিচয়
আমি সমার্থক হয়ে গেছি, নুন খাই; বাঙালী-

আমরা আকাশের দিকে তাকাই, আপনাকে
দেখি-সুবিশাল পৃথিবী জুড়ে আছেন
যতদূর চোখ যায় তোদ্দুরে আপনি, মানে-
আমার ভেতর বাহিরে বাংলাদেশ, জয় বাংলা

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

2 thoughts on “শেখ সাহেব

  1. যতদূর চোখ যায় তোদ্দুরে আপনি, মানে-
    আমার ভেতর বাহিরে বাংলাদেশ, জয় বাংলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।