আমি প্রতিদিন মহাকবির দেখা পাই
পৃথিবীর লিজেন্ডারি মানুষ
অবাক হতে হয়, অবাক হবার মতো
বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বাংলাদেশ ও বঙ্গবন্ধু
পোজ দিচ্ছেন, বসে ভাবি-একই তো-
যিনি মাঝেমধ্যে গোপালগঞ্জ হতে আসেন-
আমরা গা গতর ঘ্রাণে ঠাওর করতে পারি
দাঁড়িয়ে থাকি, সকলে দেখা পাই
সেই সিঁড়ি, সোজা বত্রিশ নং বাড়ি-
মানে তিনি-অমর কবিতার কবি, ৭ই মার্চ
আরও প্রমাণ আছে, সংগ্রামী পিতা-হিমালয়
এই ছায়ায় বেঁচে আছি, দুর্গে-মানে সব
এর চেয়ে বড় কোনো ময়দান নেই
আমি ফেটে পড়ি আনন্দ আয়োজনে
বয়ে বেড়াই লগি, নৌকু আর সমস্ত ইন্দ্রিয়
কাঁচা সূর্য, যেভাবে বিশাল শহর বাঁচায়
জ্যোৎস্না হাসির প্রণয়ে হাসে অন্ধকার
এ হলো একেবারে কাছাকাছি-পরিচয়
আমি সমার্থক হয়ে গেছি, নুন খাই; বাঙালী-
আমরা আকাশের দিকে তাকাই, আপনাকে
দেখি-সুবিশাল পৃথিবী জুড়ে আছেন
যতদূর চোখ যায় তোদ্দুরে আপনি, মানে-
আমার ভেতর বাহিরে বাংলাদেশ, জয় বাংলা
যতদূর চোখ যায় তোদ্দুরে আপনি, মানে-
আমার ভেতর বাহিরে বাংলাদেশ, জয় বাংলা।
সাবলীল সুন্দর উপস্থাপন ।