দিন শেষে, এমন প্রেম মনে রাখবার মতো
গোলাপি জল তোমার সিঁথিকাটা দাগে
নেবুফুল পাতার ঘ্রাণ ভেসে আসছে
আমি শুঁকে নিচ্ছি-নভোমণ্ডল, চুম্বন সব;
পৃথিবীর তলানিতে-কবর,
এই ভেবে
সেখানেও ‘দু জন” ঘুমাবো-
গতদিনে ঝরাপাতার মৃতশরীর খুঁটে খুঁটে
গিলে খেয়েছে পচন হাওয়াদের হা ভিটে
সাপবাঁকা ঢেউয়ের নিচে ডুবেছিল-গোধূলি
মাছকাঁটার মতো দাঁড়টান বৃক্ষ/মেরুদণ্ড-
আমি দেখেছি-মাঝে মাঝে ভাগ হতে
ঠুনকো ডাকের আয়োজনে ছুটছিল-ছায়া
করপাখি-বয়ে নিয়ে যাচ্ছিল কাঁধে কাঁধে
তসবিদানার ধানক্ষেত, তুমি দেখোনি মায়া?
ঠুনকো ডাকের আয়োজনে ছুটছিল-ছায়া
করপাখি-বয়ে নিয়ে যাচ্ছিল কাঁধে কাঁধে
তসবিদানার ধানক্ষেত, তুমি দেখোনি মায়া?
পরিপাটি লেখা । বেশ l
অনুপম ভাবনায় অনবদ্য লিখেছেন।।
শুভেচ্ছা জানবেন