সমুদ্র উড়তে শিখলে অরণ্য ন্যাড়া হতে থাকে
পাতাগুলোও বেড়াল বসা বালুর মতো
ওড়বার গল্প শেখে, রাজহাঁস-মাঠ চিরে ঘাস খায়
কেবল মহিষের ক্ষুর দাগ কাটে-ত্রিকোণ ঘর,
আমাদের সমুদ্রপাড়ে বাটারফ্লাই মানুষ
স্বপ্ন আঁকতে আঁকতে বন আঁকে, পথ আঁকে-
তারপর নগর, জড়ো হয় একে একে পেরেক গাঁথা
পৃথিবীর মুখমণ্ডল; চালাকি আকাশে তাকিয়ে-
ঝিঙেফুল রঙের অপরাহ্ন রোদ, দেখে-ছায়া কঙ্কাল
পুরাতন হাওয়া এসে কাঁপায়-সন্ধ্যা, গহিন রাত…
চমৎকার উপমাময় কবিতা। অভিনন্দন কবি মি. টিপু সুলতান। ঈদ মোবারক।
Eid Mubarak
দারুন লেখা প্রিয়

শুভকামনা থাকলো
