তোমার পয়মন্ত জমিন; ফসিলের কারখানা
ডুবে যায় দৃষ্টি, উপমা, আঙিনার নৃত্য ঘাস
ক্রমশ ডাকে অন্তরীণ ছায়াময়; বাঁশপাতা কাগুজে
শব্দ নৈঃশব্দ্যের চুমু বসিয়ে পেরিয়ে যাও
কেবল রঙ করা এক বৃত্তাংশ দেওয়ালের ভেতর;
বিদীর্ণ দীর্ঘ ছায়া পেরুতেই কার্পাস শরীর
হেলে পড়ে হৃদপিণ্ড শিহরণ উৎসবে, তুমি তো সে!
4 thoughts on “তোমার পয়মন্ত জমিন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কার্পাস শরীরে হেলে পড়ে হৃদপিণ্ড শিহরণ উৎসবে, তুমি তো সে! __ সুন্দর প্রকাশ।
চমকপ্রদ , অনবদ্য
শব্দ নৈঃশব্দ্যের চুমু বসিয়ে পেরিয়ে যাও———চমৎকার কবি দা
আপনার কবিতাগুলি আগ্রহ নিয়ে পড়ি। ভালো লাগে।