বাড়ি যাব, ঘুমাব, খাইদাই করব, তারপরঃ
নিমডালের ফিসফিস হাওয়া নিয়ে পালাব
এইতো সম্পর্ক, আন্তঃসম্পর্ক বলতে কিছু
যাকে ভেবে ফিরছি সে অনাগত, জয়ন্ত গহীন
সাঁতরাও, মানুষ চিৎ হইলেই তো গাঙ;
মানুষ চিৎ হইলেই তো প্রশস্ত ঘাস-অরণ্য,
নগরে অক্ষরবৃন্ত ঘর, উড়ন্ত পাখি-যাযাবর!
বাহ সুন্দর ভাবনা কবি দা
নগর অক্ষরবৃন্তের ঘরে, উড়ন্ত পাখি-যাযাবর! ___ অসাধারণ উপমা।
শুভেচ্ছা প্রিয় মি. টিপু সুলতান। ভালো থাকুন; নিরাপদে থাকুন।