তুমি করেছ উল্লাস, বৃষ্টির ফোঁটা মেখে
কলমীলতা-ট্রেনের বক্রিমায়
প্রতিবেশী মায়া
কামরাঙ্গা ভাঁজের বিবর্ণ শ্রাবণ বয়ে যায়
সুমন্ত নৈঃশব্দ্যের বুক মেলে দাঁড়িয়ে
দীর্ঘশ্বাস ছায়াপথ ডিঙাইয়ে
ইষৎ রঙের বীজ পালিয়ে আসা বন
বুনে যাওয়া সেলাইয়ের গাঢ় ফোঁড়নে
সাঁতরে ফেরা আদিগন্তরেখা, সুদূরিকা প্রাণ-
মাটিলগ্ন লবঙ্গলতা পথ ধরে অনন্তকাল
এসেছ, আরও এসো-নির্লোভী উঠানে
এইখানে, বাপ-দাদা ক্লান্ত ঘুমায়ে, ভেজা শহর!
_______________________
কেশবপুর, যশোর | ৫ আগস্ট ২০২০
'ইষৎ রঙের বীজ পালিয়ে আসা বন
বুনে যাওয়া সেলাইয়ের গাঢ় ফোঁড়নে
সাঁতরে ফেরা আদিগন্তরেখা, সুদূরিকা প্রাণ।'
অনন্যসাধারণ ভাব
খুব সুন্দর কবি টিপু দা
খুব সুন্দর লিখেছেন……….