এই নরম নখে খুটে খেটে জমা করেছি
এইতো-অলিখিত বিপ্লব
এই বিশ্বায়ন প্রাগে এখনও তাকে ভাবি-
এখনও এগোচ্ছি-যথারীতি, থমকে থমকে-
আধুনিক জিজ্ঞেসার আনাগোনা
যেভাবে দুপুর, বনগ্রাম রাত-পাখিডাক
এই জানার আগ্রহ, এই আপসের অভ্যাস-
মধুর করে তোলে-দৃষ্টি ফেলে-যতদূর
দূর নক্ষত্রে জয়ীত আলো, সীমাহীন-
বছরজুড়ে সারমেয় শব্দ, বানানের ছাপাখানা
কথা হয়-সেখানে, শব্দসাহেবে-বহু ব্যক্তিনিষ্ঠ
শীতল মাটি জানে-স্নিগ্ধ সবুজ জানে-ব্যথাফুল
মর্মর পাতায় নাচে গান, সামনাসামনি শুনি-সুর
সুবিশাল তরজমা নাড়া দেয়-পবিত্র কয়ে বলে
এদিক-ওদিক, নামিদামি পৃথিবী, ঋতুচক্র মহাকাল-
কথা হয়-সেখানে, শব্দসাহেবে-বহু ব্যক্তিনিষ্ঠ
শীতল মাটি জানে-স্নিগ্ধ সবুজ জানে-ব্যথাফুল। ____ চমৎকার কবিতায় শুভেচ্ছা কবি।
বেশ ভাবনাময় কবি দা
লেখা পড়ে মোহিত হলাম।
এক কথায় অসাধারণ! শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।