সবার হাতে গোলাপ মানায় না। হে মুসাফির!
তাঁহার স্তনবৃন্ত শরীর দেখে, কুসুমবন্দির
ছায়াসূত্র ধরে যতদূর নেমে যাও-অভিমান জাতি,
আচ্ছন্ন কল্পনার ভেতর; সংগীতের ডাগর নাচ
হইতে গন্ধ বেরোয় পারদকন্যাদের যোনি ভরে
নড়ে ওঠা এক নাতিদীর্ঘ হা চুমুক হাওয়া,
কেমন করে পান করো-সব
এই শহর; অট্টালিকার নিদ্রাহীন দেওয়াল,
কত ভাষা এলোমেলো বিছায়ে আঙুলের মতো
উন্মাতাল মৌন বাগানে হবুঋতুর ঠোঁট রং;
অদূর বর্গমাইলে মুখোমুখি এসে জমাও
আমারও শৈশব ঢালা ধূলো পা, অনন্তের কাছে
আগলা কুয়াশাবিন্দু, ঘাসে ঘাসে আশ্বিনের ভোর।
অসামান্য একটি কবিতায় শুভেচ্ছা মি. টিপু সুলতান।
শব্দনীড়ে পাঠক মন্তব্যে আপনার অংশগ্রহণ থাকে না জন্য আন-ইজি ফীল করি।
অপূর্ব সৃৃষ্টি।
সুন্দর কবিতায় শুভেচ্ছা নিন