তখন উঠেছিল অষ্টাদশীর চাঁদ
দেখেছিলাম পঞ্চম তলার ছাদ
তুমি ছিলে নিরিবিলি ছাদের উপর একা
ভুতের মতো হঠাৎ দিলেম দেখা
খল নায়ক নয়, এন্টি হিরো বলতে পারো, সরি
তোমায় আমি চেয়েছিলেম সুন্দরী!
জোর করে ধরেছিলেম তোমার নরম হাত
ভেঙ্গে ছিলো জমে থাকা না বলা কথার বাঁধ
বলেছিলেম তোমায় আমি বড্ড ভালবাসি
হেসেছিলে তাচ্ছিল্যের ক্রর এক হাসি
খল নায়ক নয়, এন্টি হিরো বলতে পারো, সরি
তোমায় আমি চেয়েছিলেম সুন্দরী!
আমার ছিল উরণচণ্ডী জট বাধানো চুল
তাতেই তোমার হয়েছিল মস্ত একটু ভুল
বলেছিলে আয়নায় আপন মুখ দেখতে
তুমি যদি চান্দ্রাবরণ হৃদয় রূপটা বুঝতে!
খল নায়ক নয়, এন্টি হিরো বলতে পারো, সরি
তোমায় আমি চেয়েছিলাম সুন্দরী!
কয়েকটি বিশেষ নিঃশ্বাসে কবিতাটি পড়ে নিলাম স্যার। মাথায় নতুন প্রকাশনার শব্দ শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেবার জন্য। আমিও বুঝতে পারছি যে, আপনি কিছু একটা প্রয়াশঃ নেবার চেষ্টা করছেন। ইনশাল্লাহ সার্থক হবেন।