কেন গাল বাঁকা করে বসে আছো
মাটির বৃক্ষ হতে অদূর অপরাজেয়
সৌখিন শহরে ধূলোর বাসস্ট্যান্ড;
বেলাশেষে পৃথিবীর বদল ফিরে যায়
শব্দের কবি নিয়ে যায় কবিতার ঝুলি
এই প্রগাঢ় আদিত্য ঘাস ডিঙায়ে
তরুণ মাঠের পুরনো গান সাঁতরায়ে
ভায়োলিন সুর, শেফালি আকাশ-
ভুবনচিল; সিম্ফনি কোনো গোপন
শ্রবণ দাগ কাটে চুমু রং, বাহাদুরি ছায়া;
চক পেন্সিল স্লেটে আঁকি নরম কুসুম
আমারই আঙুল আছে পড়ে
আমারে নাও সাথে, আমারে নাও পাতে
তোমাদের রুপালি পর্দায়, অনন্তের কাছে!
3 thoughts on “আমার আঙুল আছে পড়ে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমারে নাও সাথে, আমারে নাও পাতে
তোমাদের রুপালি পর্দায়, অনন্তের কাছে!
চমৎকার কবি দা
সুনির্মাণ লেখা।