কোনো কিছু লেখব না, নৈঃশব্দ্যের চিঠি
আজও এহাত ওহাত ধাক্কা খেতে খেতে
শুকনো পাতার মতো পড়ে আছে, কেবল
বেহাত ঠিকানার টেবিলে দূরের বিকেল
হারিয়ে গেছে, গহবরে, পদাবলির দীর্ঘ বসন্ত
ছোট্ট শহর, একটি জানালা-অনিন্দ্য আলো;
শিমুলের আলবাণী রক্ত রং বেদনা ফলায়-
3 thoughts on “দীর্ঘ বসন্ত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অভিমানি কবিতা। অভিমানের কবিতা মনে হলো।
সুশোভিত কথামালা ।
অনবদ্য