নির্ভরতা

ওখানে অন্যেরা ছিল; তাদের শরীরে
আমার প্রস্তুতি পর্ব-
আমি দেখতে এসেছি, যেমন তারা।

শুরুতে কান্নার বাষ্প উড়ে।
পৃথিবীর গহীনে অনেক বেদনা
নিরাকার শোক
ক্ষুধা যার শারীরিক ভাষা।

এবং ক্যাম্পাসে, ফুলে ফুলে ঘুষাঘুষি
সৌরভের এলোপাতাড়ি ছড়াছড়ি,
অতঃপর সংসারের ভয়ানক আত্মত্যাগের সূচনা
নর-নারীর দৈহিক বৈধতা
একটা সোনালী আলোর পথ বেয়ে
সবুজ পাহাড়ের শেষ চূড়ায় আরোহন

বলেছিলাম, হাতে রাখো হাত।
সে অনেক কাল আগের কথা।
আমার হাত তোমাকে বিরক্ত না করে!

2 thoughts on “নির্ভরতা

  1. বলেছিলাম, হাতে রাখো হাত।
    সে অনেক কাল আগের কথা।
    আমার হাত তোমাকে বিরক্ত না করে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।