আমি চাই

আমি তো চাই না,
চাই না আমি সুখী হতে
কারণ নিজের সুখের বদলে
আমি কিনতে চাই অন্যের সুখ।

চাই না আমি প্রভূত জমির মালিক হতে
আমার আছে যা
তাতে আমার প্রতুল
আমি চাই নিজের প্রভূত জমির
অর্জন অন্যকে দিতে।

চাই না আমি দাসের জীবন
কারণ মুক্ত জীবন আমার কাম্য
তাই আমি নিজেরে দাস বানিয়ে
অন্যকে দিতে চাই মুক্ত জীবন।

আমি তো চাই, চাই তো আমি
সদা স্রষ্টার আদেশ নিষেধ মেনে চলতে
হতে আদেশ নিষেধ মেনে চলে
স্রষ্টার প্রিয় পাত্র হতে
আমি সকল স্রষ্টার সকল আদেশ নিষেধ
মেনে চলার জন্য সকলকে উপদেশ দিব
এটাই আমার চাওয়া।

রচনাকালঃ
১৯/১০/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “আমি চাই

  1. আপনার চাওয়া বা প্রত্যাশা পূরণ হোক এই শুভকামনায় অভিনন্দন কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত 

      ভালো থাকুন সদা। 

       

    1. সত্যি দাদা আপনার কাছে আমি কৃতজ্ঞত 

      আমার লেখায় মন্তব্য করেছেন 

      তার জন্য অশেষ সাধুবাদ জানাই 

      ভালো থাকবেন। 

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।