আমি আর ছায়া একই
কায়ার আরেক রূপে-
এই আমার হাতপা জিভ
ছায়ার কোনো চোখ নেই
নেই নিঃশ্বাস নেবার এখতিয়ার।
তুমি আর আমি এক তবে
কি করে ভাবো?
জল যেমন শিশির থেকে আধো বোলে
পাতার গায়ে লেপ্টে মেশে
তুমি-আমি বরং জল-কুয়াশার খেলা।
4 thoughts on “জমাট”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
জল যেমন শিশির থেকে আধো বোলে
পাতার গায়ে লেপ্টে মেশে
তুমি-আমি বরং জল-কুয়াশার খেলা।
শুভেচ্ছা রেখে গেলাম প্রিয় কবি দি।
অতীব সুন্দর লিখেছেন ,
সহস্র শুভেচ্ছা কবি শাকিলা তুবা।