জাগো চরবাসী জাগো

জাগো চরবাসী জাগো
……….

প্রতিদিন হতাশার কালো চিল আমার হৃদয়ে ডানা ঝাপটে চলে যায়। কিন্তু আমাকে ধরতে পারে না।

একদিন ছিল।
কঠিন সে দিন।
মঞ্চে স্বরচিত কবিতা আবৃতি করতে হবে বলে ছুটে যেতাম ধ্যাধধেরে ছ্যাঙার চরে।
গিয়ে দেখতাম যে ছেলেটা আমার কবিতার ভক্ত সে আয়োজকদের সাথে ঝগড়া করে ঢাকা চলে গেছে।
রাস্তায় ছুটে বেড়াতাম।
স্থানীয় ডাক্তার, উকিল, শিক্ষক আর সাংস্কৃতিক কর্মীদের দরজায় দরজায় ধরনা দিতাম।
যখন দেখতাম তারা কেউ চিনতেই পারেনি,
তখন হতাশার অন্ধকার গ্রাস করতে চাইত।
ঠিক সেইসময়
আমার বুকের ভিতরের ঈগলটা জেগে উঠতো,
আমি আকাশে আকাশে উড়াল দিতাম,
সাদা কাশবনের মাঝে অনন্য সুন্দরের দিকে
নিচে তাকিয়ে দেখতাম
ধূর্ত শিয়াল একঝাঁক হাসকে
তাড়িয়ে নিয়ে যাচ্ছে চরের পাড় ঘেঁষে।
হাসগুলি ডানা ঝাপটে উড়াল দিতো।
তাই দেখে জেগে উঠতো চরবাসী।
আমার ঈগল বুকে জেগে উঠতো নতুন একটা কবিতা।
জাগো চরবাসী জাগো।
জাগো চরবাসী জাগো।

তখন আমি ধ্যাধধেরে ছ্যাঙার চর হতে নতুন কবিতা নিয়ে ভক্ত ছেলেটাকে আবৃত্তি করে শুনাব বলে
সারা ঢাকা চষে বেড়াই।
প্রতিদিন হতাশার কালো চিল আমার হৃদয়ে ডানা ঝাপটে চলে যায়। কিন্তু আমাকে ধরতে পারে না।

7 thoughts on “জাগো চরবাসী জাগো

  1. নিঃসন্দেহে সুন্দর কবিতা।

    যদিও লিখাটি সম্ভবত এফবিতে প্রথম দেখে কিছুটা আশাহত হয়েছিলাম। কেননা শব্দনীড়ের অতি কাছের মানুষের প্রথম নজর নিজের ব্লগ হবে এমনটা প্রত্যাশা ছিলো। :)

    1. ধন্যবাদ।

      মোবাইলে লেখা।&

      দুঃখিত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      এফ বিতেই লিখেছিলাম। তাই সেখানেই পোস্ট দিয়ে দিয়েছিলাম। 

      আর এমন হবে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আমাদের চেতনা কোথায় গিয়ে থামে কে জানে!

       

      আপনাকে ধন্যবাদ।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।