অ ডেকে কয় আ’রে
কি করিস বাপুরে?
ক যাবে মিনারে
কে কারে শুনেরে!
ক গেছে বনেরে
খ শুধু ছুটেরে
ঞ লাইন ধরেরে
একুশে গাছের তলেরে।
র লালের রঙেরে
ভালোবেসে আহারে
বায়ান্ন ফুলের মালারে
একাত্তুরে পড়েরে।
চাচি চেচায়- জোরেরে
বউ অপিসে- গেছেরে
গার্মেন্টস লেবার বাহারে
শান্তিতে আছে- সুখেরে।
দেশ স্বাধীন আহারে
বাচ্চা বাড়ে আদরে
সবাই গেছে মিনারে
ভরে গেছে ফুলেরে।
ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।