অপূর্ণ জীবনের প্রহর গুলো

আমি তোমাকে যে ভালোবাসা দিয়েছিলাম
তা আমাকে ফিরিয়ে দাও।
তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল
সুখে দুঃখে থাকবে পাশে পাশে
ছলনা করে ছেড়ে গেলে তুমি
বিরহ অনলে পুড়ছি আমি
আমাকে ফিরিয়ে দাও,
আমার ভালোবাসা।

যে ভালোবাসা ছিল আমার হৃদয়ে সুপ্ত
তা কেন করলে জাগ্রত,
ভালোবাসার জন্য ছোট্ট নীড়ে পাখিরা ঘুমায়
ভালোবেসে কবি লেখেন কত শত কবিতা
ভালোবেসে শিল্প আঁকেন কত শত ছবি
ছলনার তরে নয়।
ফিরিয়ে দাও –
আমাকে ফিরিয়ে দাও
আমার সেই প্রথম ভালোবাসা।

দেবদাস হয়ে আমি ঘুরি বনে জঙ্গলে
খাঁ,খাঁ করে আমার গৃহস্থালি
আমার জন্য কাঁদে আমার জনম দুঃখিনী মা
আমাকে ফিরিয়ে দাও,
আমাকে ফিরিয়ে দাও,
আমার ভালোবাসা।

এখন কর কেন ঘৃণা অহংকার
বার বার বলছিলাম বাসব ভালো আজীবন তোমারে
বুঝল না তো
ছলনা করে চলে গেলে
ফিরিয়ে দাও,
আমাকে ফিরিয়ে দাও,
আমার দেওয়া সেই নিখুঁত ভালোবাসা।

আমার ভালোবাসায় ছিলো না কো অভিমান
তুমি শুধু করছে আমায় অপমান,
ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও, আমার সেই পবিত্র ভালোবাসা।

যার জন্য আমার জীবন এখন নরকময়
তুমি তো তাই চেয়েছিলো
তাই না –
ফিরিয়ে দাও
আমাকে ফিরিয়ে দাও
আমাকে দেওয়া সেই নিঃস্বার্থ ভালোবাসা।

আমার জীবনের অর্পণ প্রহর গুলো কাটবে কেমন করে
তোমায় ছাড়া আমার জীবন চলবে কেমন করে
দুখ আমার নিত্য সাথী
শুধু তোমার জন্য
ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও আমার সেই নির্লোভ ভালোবাসা।

দিবসে নিশিতে তোমার স্মৃতি আমাকে কাঁদায়
নিশ্চুপ থাকতে দেয় না
ফিরিয়ে দাও
আমাকে ফিরিয়ে দাও
আমার সেই আনন্দঘন মহূর্ত গুলো ।

বলছিলে তুমি আমি তোমার জীবন মরণ
আমিই তোমার সব-
স্বার্থের জন্য ভুলে গেলে তুমি দেওয়া সেই কথা
সারা জীবন রইল আমার তোমার দেওয়া ব্যথা।
আমাকে ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও
আমার মনে শান্তি
পারবে না তো।

অর্পূণ আমার জীবন পূর্ণ থেকো তুমি
মরণ হলে দেখে যেও আমরা মুখ তুমি
এই মোর এই ধরার শেষ চাওয়া-
চাইবো না আর কিছু
তুমি চিরকাল সুখে থেকো ,
সুখে থাকাে, সুখে থেকো।

——–++
রচনাকালঃ
২১-১২-২০১৯

উৎসর্গঃ
(ছলনাকারীকে)

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “অপূর্ণ জীবনের প্রহর গুলো

  1. আপনার জন্য শুভ কামনা রইলো প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।

    একটা বিষয়, নিয়মিত আপনার লিখা পড়তে পারার সুযোগ হলেও ব্লগে আপনার সহ-ব্লগারদের লিখায় আপনার উপস্থিতি নেই বললেই চলে। এমনকি নিজের পোস্টেও না। এমন ধারা চললে আপনার পাঠক কমতে পারে। যা কিনা কারু কাম্য নয় কবি। :)

  2. দারুণ লিখেছেন দাদা। শুভেচছা সহ শুভকামনা থাকলো।

    1. সুন্দর হয়েছে মন্তব্য 

      শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।