প্রতীক্ষিত প্রহর

হয়তো বা কোনো এক স্নিগ্ধ ভোরে
ঐ জামরুল গাছের মগ ডালে পাখি বসে গাইবে,
শিশিরে ভেজা ধানক্ষেতের পাশে ফিঙে
তার মনের অভিলাষে নেচে যাবে।
চারদিকে বাসন্তী ফুলের সৌরভ ছড়বে
তরুলতার নব সাজে সজ্জিত হবে চারিদিক।
ঐ পথের ধারে থাকা বুভুক্ষা মাছরাঙাটি
অধীর আগ্রহে খাদ্যের প্রতীক্ষায় থাকবে।
মাছরাঙাটির প্রতীক্ষার প্রহর শেষ হবে কি হবে না
তা জানে ঐ রিজিকদাতা।
শীতের আগমনে ঝরে পড়বে তরুলতার পাতা,
প্রতীক্ষিত পথিকের পদদলিত হয়ে মর্মর ধ্বণি উঠবে
তারপর প্রকৃতি আবার ফিরে পাবে নিজস্ব স্বকীয়তা।
হয় তো বা কোনো এক গ্রীষ্মের দুপুরে
মাঠ ঘাট খাঁ খাঁ করবে
সেই দিন পথিক থাকবে বৃষ্টির প্রতীক্ষায়।
হয়তো বা কোনো এক শরৎ মেঘের ভেলা
পথিকের মন ছুয়ে যাবে,
তবুও শেষ হবে না পথিকের সেই প্রতীক্ষার প্রহর।

রচনাকালঃ
১০/০৩/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “প্রতীক্ষিত প্রহর

  1. আপনি কোথায় কবি !!!!!!!!!!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif মন্তব্যের ঘরে আপনার উপস্থিতির অপেক্ষা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।