আমার শার্টের আস্তিন ছিঁড়ে ফেলেছ
কেন এতটা তীব্র চুরমার তরঙ্গ তোমার
কেবল প্রতিটি বোতামঘর তাকায়ে-
জলটুপ গোপন কোলাহলে ভিজে ওঠে
নির্জন নদীর মতো রাত্রি, নৈঃশব্দ্য জ্যোৎস্না
ছোট কাঁচাবাজারের মতো ব্যস্তময় পৃথিবী-
অথচ এমন নিঃশব্দ নক্ষত্র লোকমুখ
বিপুলা গল্প বলায়ে যায়
আমাদের টানটান বেগানা হাত, বিরহ আঙুলে
হাওয়ার স্নান শেষে কুসুম পাতার চাহনি!
সুন্দর উপমাময় কবিতা। মুগ্ধতা জানালাম প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভেচ্ছা।
অসাধারণ । শুভ কামনা নিরন্তর ।