যে কথাগুলো এখনো উঁকি দেয়
এই শহরে-মানুষের ভিড় দেখলে
টের পাই শার্টের আলনায়
ভিমড়ি খাওয়া পুরাতন ধূলো
জমে আছে বন্ধুর মতো, রুমালে-
আমাদের সম্পর্ক ছিল নাতিদীর্ঘ
যেমন চোখগুলো আরেক চোখের
ফারাক কমিয়ে আনত-দুরবিন,
মনের সঙে প্রেম-সংসারে অব্দি
এসবে দাঁড় করিয়েছে মৌনকবিতা!
বাহ্ চমৎকার!
সুন্দর পরিচ্ছন্ন কবিতায় অভিবাদন প্রিয় কবি মি. টিপু সুলতান। ঈদ মোবারক।