অদূরে পৌঢ় সুপারি গাছ। সুউচ্চ পৃথিবীর সব যন্ত্রণা
কাঁধে দাঁড়িয়ে আমার ফুঁসফুঁস হয়ে নাচে,
গৌড়-মিথের নন্দিনী বকুলফুল, হিরণ্ময় ঘ্রাণ ছড়ায়ে
দেউলিয়া পাখিদের কাছেকাছে সুদূর কাজল পরা
সন্ধ্যায়-জোনাকিপোকার কাঁচা ভাবনা বেঁচে ওঠে
টলমল, তারপর খুব গভীরে ঢুকে যাচ্ছে মায়াবি আলো!
… পরিচ্ছন্ন আর ভালো লাগার আবেশ মাখানো কবিতায় ভালোবাসা প্রিয় কবি।