আলোর ফেরিওয়ালা

সাঁঝ হলো আঁধার ঘনিয়ে এলো
বসেছে আলোর মেলা,
জোনাকিরা তৈরি আছে
দেখাবে আলোর খেলা।

বাজলো তোমার আলোর বেণু
জগৎ মাঝারে,
জগতটা যে ভরে গেছে
অশুভের আঁধারে।

সত্যের আলো জ্বালিয়ে দূর করব
তাই না রে,
অশুভর কালো ছায়া নিয়েছে আঁকড়ে
জগতের সব কাজে রে।

কি ভাবে রক্ষা করব জগতকে
পথ দেখাও প্রভু,
চড়াই-উতরাই বাইতে দাও আমারে
আমি তা বাইনি কভু।

সত্যের আলো দিয়ে
সব করব জয়,
সত্য যে সর্ব গমনের সোপাংশ
কোনো সন্দেহ নাই।

রচনাকালঃ
১২/১২/২০১৯

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “আলোর ফেরিওয়ালা

  1. সত্যের আলো দিয়ে
    সব করব জয়,
    সত্য যে সর্ব গমনের সোপাংশ
    কোনো সন্দেহ নাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শুভকামনা রইল 

    1. শুভকামনা রইল সতত 

মন্তব্য প্রধান বন্ধ আছে।