পৃথিবীর সবচেয়ে মমতাময়ী নারী,
সেই হলে মা,
সন্তানের কোনো আপদ এলে তার
অন্তরে লাগে ঘা।
সুখের সাথী দুঃখের সাথী
মা তার নাম,
এই বসুমতীতে তার সমতুল্য
নেই কারো দাম ।
নিজে বুভুক্ষা থেকে যে
খাওয়ায় সন্তানে,
বুঝতে দেয় না কাউরে
আছে সে কেমনে।
মায়ের অন্তর আছে সন্তানের জন্য
অসংখ্য অগণিত মায়া,
পিতৃহীন হলে মা সন্তানের দেয়
পিতৃরূপের ছায়া।
রচনাকালঃ
০১/০৪/২০২১
Respect ma
Thanks
সুন্দর এবং মানসম্মত পাঠযোগ্য কবিতায় শুভকামনা প্রিয় কবি।
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় কবি।।।
শুভকামনা রইল।।।
ধন্যবাদ।