স্বপ্নের দাম

একটি স্বপ্ন কিনতে চাই
স্বপ্ন বিক্রি করবে কেউ ,স্বপ্ন, তবে
ছোট্ট একটা শর্ত আছে।
স্বপ্নটা হতে হবে চাঁদের মতো উজ্জ্বল
স্রোতস্বিনীর মতো প্রবাহমান, গিরি ন্যায় স্থীর নয়।
প্রজাপতির ডানা বা কচি লাউয়ের জালির মতো কোমল,
আছে কি সন্ধান,কেউকি বলতে পারবে।
দাম নিয়ে হবে না কোনো হেরফের, যা চাই তাই পাবে।
দাম হিসাবে আমি দেব শাদ্বল দূর্বাঘাসের অজস্র ফুল,
যদি কম হয় তার সঙ্গে দেব ঐ দ্বীপের সুভাষিত পুষ্প কুঞ্জ।
তাতেও যদি নাই হয়, তোমার স্বপ্নের দাম
আমি তোমায় আরও দেব মিষ্টি চাঁদের আলো,
যা আমার কাছে এই অবনীর মাণিক্য চাণিক্যের চাইতে অতি অতুলনীয়,
সাথে দেব আরও বিস্তর জোনাকি অন্ধকারের মোহ দূর করার জন্য।
তবুও আমি আমার সর্বস্ব দিয়ে কিনতে চাই একটি নির্মূল স্বপ্ন।
যে স্বপ্ন কভু কারো স্পর্শ বা সর্পিল গতিতে চললেও নুয়ে যাবে না ,
যেমন কারো স্পর্শে লজ্জাবতী নিজেকে গুটিয়ে নেয়।
সেই স্বপ্নখানিকে নিয়ে জীবনের ঘাত প্রতিঘাত
যেন অনায়াসে পারি দিতে পারি
সামান্য বজ্রাঘাতেও যেনো তা ভস্মীভূত না হয়।
সুন্দর জীবনের জন্য চাই অবাধ বিচরণ,
সূর্যের ঝলকের মতো মনের অভিলাষে স্বপ্ন পূরণ।

রচনাকালঃ
২৬/০৫/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “স্বপ্নের দাম

  1. সুন্দর জীবনের জন্য চাই অবাধ বিচরণ,
    সূর্যের ঝলকের মতো মনের অভিলাষে স্বপ্ন পূরণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।