সে এক নির্ঘম থম থম কালো রাত,
মৃদু হাওয়ায় ভর করে জোনাকিরা চলে,
জীবন সংগ্রামের হাজারো পথ।
মিটমিট করে গগনে জ্বলছিলো তারা,
তুষারের ছেলেকে ধরেছে ছেলে ধরা।
শুরু হলো গোলমাল লোকে ভরা বাড়ি,
এলো থানা থেকে পুলিশ ভর্তি গাড়ি।
জনতা ছেলে ধরাকে করে প্রহর এলোপাতাড়ি,
দূর গ্রামে খবর এসেছে এই ব্যক্তি করে ছেলেধরা সর্দারি।
ওহে ছেলে ধরা তোমার অন্তরে নেই কো কোনো মায়া,
সকলকে কষ্ট দেও, তার জন্য কি কাঁদে না তোমার হিয়া।
তোমার কাছে মানুষের জীবন নেই কি কোনো মূল্য,
তোমার কাজের জন্য হাজারোও জীবন হয় ধুলোতুল্য।
হে ছেলেধরা এ কাজ ছেড়ে তুমি হও ভালো,
না হলে তোমার জীবনে সদা থাকবে ভীষণ কালো।
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল।
শুভকামনা রইল।।
সুন্দর একটা কবিতা। পাঠে মুগ্ধ! লেখককে শুভেচ্ছা।
শুভকামনা রইল।।
সুন্দর
শুভকামনা রইল