নির্ঘুম কালোরাত

সে এক নির্ঘম থম থম কালো রাত,
মৃদু হাওয়ায় ভর করে জোনাকিরা চলে,
জীবন সংগ্রামের হাজারো পথ।
মিটমিট করে গগনে জ্বলছিলো তারা,
তুষারের ছেলেকে ধরেছে ছেলে ধরা।
শুরু হলো গোলমাল লোকে ভরা বাড়ি,
এলো থানা থেকে পুলিশ ভর্তি গাড়ি।
জনতা ছেলে ধরাকে করে প্রহর এলোপাতাড়ি,
দূর গ্রামে খবর এসেছে এই ব্যক্তি করে ছেলেধরা সর্দারি।

ওহে ছেলে ধরা তোমার অন্তরে নেই কো কোনো মায়া,
সকলকে কষ্ট দেও, তার জন্য কি কাঁদে না তোমার হিয়া।
তোমার কাছে মানুষের জীবন নেই কি কোনো মূল্য,
তোমার কাজের জন্য হাজারোও জীবন হয় ধুলোতুল্য।
হে ছেলেধরা এ কাজ ছেড়ে তুমি হও ভালো,
না হলে তোমার জীবনে সদা থাকবে ভীষণ কালো।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “নির্ঘুম কালোরাত

  1. কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রইল।। 

  2. সুন্দর একটা কবিতা। পাঠে মুগ্ধ! লেখককে শুভেচ্ছা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।