৪+৪/৪+২
পাপে পাপে নষ্ট জীবন
রক্ষা করো আল্লা,
আমল না’রে করলে পাপে
ভারী হবে পাল্লা।
পাপের শাস্তি ভীষণ কঠিন
যায় না কভু বলা,
সবার উচিত নবীর কথায়
পুরো জীবন চলা।
নবীর কথা মেনে চললে
জীবন হবে ধন্য,
পাপের বোঝা তখন হবে
একেবারে শূন্যে।
পাপে পাপে জরাজীর্ণ
অশান্তিতে ভোগে,
পচন ধরে মনের কোণে
নানা কষ্ট রোগে।
পাপের জন্য প্রভুর কাছে
ক্ষমা চাইব রে ভাই
প্রভুর মতো ক্ষমাশীল যে
ত্রিভুবনে ওই নাই।
রচনাকালঃ
২৫/০৬/২০২১
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি অপূর্ব।
শুভকামনা রইল