পাপী

৪+৪/৪+২

পাপে পাপে নষ্ট জীবন
রক্ষা করো আল্লা,
আমল না’রে করলে পাপে
ভারী হবে পাল্লা।

পাপের শাস্তি ভীষণ কঠিন
যায় না কভু বলা,
সবার উচিত নবীর কথায়
পুরো জীবন চলা।

নবীর কথা মেনে চললে
জীবন হবে ধন্য,
পাপের বোঝা তখন হবে
একেবারে শূন্যে।

পাপে পাপে জরাজীর্ণ
অশান্তিতে ভোগে,
পচন ধরে মনের কোণে
নানা কষ্ট রোগে।

পাপের জন্য প্রভুর কাছে
ক্ষমা চাইব রে ভাই
প্রভুর মতো ক্ষমাশীল যে
ত্রিভুবনে ওই নাই।

রচনাকালঃ
২৫/০৬/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “পাপী

  1. শুভেচ্ছা অফুরান প্রিয় কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।