প্রিয়তমা,
ভালোবাসা দিয়ে প্রভাব বিস্তার করতে হয়
যেভাবে ক্ষমতা দিয়ে ক্ষমতার অপব্যবহার হয়।
কারো জীবনে যদি আপনি
প্রভাব বিস্তার করতে যান
তবে অবশ্যই তাকে ভালোবাসার
মাধ্যমেই প্রভাবিত করতে হবে।
বন্ধুত্ব ভালবাসা ও সম্পর্কের মধ্যে
যেমন বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কের
অপব্যবহার হয়
তেমনি সেখানে একটা দৃষ্টিনন্দন
আসনও তৈরি করা যায়’ সে মানুষের জীবনে;
কিন্তু আমরা কি সেটা অনুভব করতে পারি
বুঝতে পারি জানতে পারি
কিভাবে তা বিতৃষ্ণায় পরিণত হয়?
আমাদের এই চলমান জীবনে
ভালোবাসার মাধ্যমে কারও জীবনে
এমন কোনো মানুষ যদি প্রভাব বিস্তার করে
আমি তোমার প্রতি, কিম্বা তাঁর প্রতি
একটি ইশতেহার তৈরি করতে চাই
পার্থিব জীবনের এই অনন্ত শেকল
একদিন ভেঙ্গে-চুরে শেষ হয়ে যাবে
আমাদের জীবন পথে হেঁটে
যা পেয়েছি তা আমরা ভুলে যাই
যা কখনই পাইনি তার প্রতি আগ্রহ জন্মে
আমরা যদি তার প্রতি আকৃষ্ট হই, যা পেয়েছি;
তাহলে জীবন অত্যন্ত পবিত্র হতে পারে
অত্যন্ত দৃষ্টিনন্দন হতে পারে
অত্যন্ত সুন্দর হতে পারে
অত্যন্ত সৃষ্টিশীল হতে পারে
যা দেখে দৃষ্টান্ত স্থাপিত হয়
যা দেখে মানুষ উদ্বুদ্ধ হয়’ চারদিকে যাঁর আলোকরশ্মি উজ্জ্বলতর থেকে
আরও উজ্জ্বল করে, সুন্দর থেকে
আরও সুন্দর করে।
ভালোবাসার শেষ নেই, তা কখনও শেষ হয়না
আঘাতে আঘাতে তা শুধু বেড়েই চলে
অন্তরখড়ার মাধ্যমে জগৎ জীবনের
এই সাদৃশ্যের পথে যাঁর অভাবনীয়
বহিঃপ্রকাশ ঘটে।
আরও গভীর থেকে গভীরে পৌঁছে।
কোনো এক চাপা কষ্টের আঁধারে
সেই প্রেম যদি, সেই ভালোবাসা যদি,
প্রসমিত হয় তা একসময়
মরীচিকার আবর্জনা স্তূপে চাপা পড়ে
একটা প্রভাব…
অতিরিক্ত খামখেয়ালীপনা
অতিরিক্ত বিতর্কিত সিদ্ধান্ত
এমনকি অতিরিক্ত চোখে চোখে রেখে তাকে যদি আপনি নজরবন্দী করে চলেন
তবে তার প্রতি আপনার বিশ্বাস কি
ভালোবাসা বিষাদময় জীবনের শেষাংশ
এটিকে কদর করতে হয়।
বৃক্ষে ফুল ফোটে নতুন লতাপাতা গজায়
মানুষ যখন বিশ্বাসে অবিশ্বাস খোঁজে
সেখানে বিশ্বাস এর পরিবর্তে
অবিশ্বাস করাটাও এক সময়
বিস্বাদে পরিণত হয়।
কারণটা হলো প্রভাব।
আপনি একটা মানুষের জীবনে
কিভাবে প্রভাব বিস্তার করছেন
ক্ষমতার জোরে উগ্র মেজাজ দেখিয়ে
নাকি ভালোবাসাপূর্ণ আচরণ করে।
আমাদের জীবনের ইশতেহারে
কি লেখা আছে, কি বলা হয়েছে
আর কি করতে হবে তা যদি আমরা
অনুভব করতে পারি
তবে জীবন সুন্দর হবে পরিস্ফূটিত হবে
উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হবে।
তবে জীবন হোক মরুভূমির চাঁদের
রাত্রির মতো, যেখানে লক্ষাধিক জ্যোৎস্না
নক্ষত্ররাজির মিলন মেলা বসে।
নক্ষত্রের মতো সুন্দর আলোকিত
সেখানে শত বাধা শত ঝড় ঝঞ্ঝাট
শত বিপত্তি আসলেও অন্ধকার
কখনই ধাঁধাগ্রস্ত করতে পারবে না
আপন জীবন।
আমি তোমাকে আবিষ্কার করেছি
হৃদয়ের অন্তর্দহন থেকে
যেখানে বারোমাস খরাপীড়িত অঞ্চল ছিল;
যেখানে বারোমাস সূর্যের তাপে
আমার পুড়ে যাওয়া শরীর
হৃদয়কে দগ্ধ করে, শরীরকে অগ্নিগর্ভ করেছিল।
আমি তোমাকে অন্তর্দহন থেকেই
আবিষ্কার করেছি।
এখানে তুমি আমার জীবনে এসে
নতুন করে জীবন দেওয়ার জন্য
নানান রূপে অসংখ্যবার বৃষ্টি বর্ষিত করেছিলে
আমি তা ভুলবোনা কোনোদিন।
আমার হৃদয়ের কর্ষণরেখা ভেদ করে
হৃদয়ে করেছিলে কাটাছেঁড়া
তখন ক্ষতির প্রলেপ ছুঁয়ে দহণে
এনেছিলে ক্ষতের বুক চিরে শুশ্রূষা ভালোবাসা।
আমি এখন সেই ভালোবাসা নিয়েই বেঁচে আছি
আমি এখন পাখি হব,
মুক্ত আকাশে বিচরণ করা পাখি;
যার কোন কষ্ট নেই যার কোন দুঃখ নেই
আমি এখন মুক্ত আকাশ
আমি এখন মুক্ত বাতায়ন
আমি এখন মুক্ত জীবনের আলোয়
নতুন করে জেগে উঠব
এখানে নিবিড়ভাবে বুনেছি ভালোবাসার বটবৃক্ষ।
যেখানে তোমার হবে অবাধ বিচরণ।
যেখানে তোমার হবে সমাধি।
আসলেই তাই। কবিতাটি হচ্ছে কবিতার ভিতরে আরও একটি কবিতা।
যাপিত জীবনের অনুভূতি মেশানো আনন্দ ব্যথা বেদনায় ঘেরা কবিতার ঘর।
হ্যাঁ, অবশ্যই এই কবিতার ভেতরে থাকা আরও অনেকগুলো কবিতা।
কবির জন্য শুভকামনা।
সুন্দর লেখেছেন কবি দা অনেক শুভেচ্ছা রইল