কৈশোরের স্মৃতি

স্বরবৃত্ত ছন্দঃ৪+৪/৪+২

কৈশোরের ওই স্মৃতি গুলো খুবই পড়ে মনে
ইচ্ছে মতোন ঘোরাঘুরি বন্ধুদের ওই সনে।
কৈশোরের ওই দিনগুলো কি যাই রে কভু ভোলা
কৈশোরের ওই কথা মনে দেয় যে ভীষণ দোলা।

হাসি মজার সময় গুলো গেছে কবে চলে
কৈশোর কেটে যৌবন আসে কভু কিরে বলে।
কৈশোরের ওই কৌতুহল যে সারাজীবন ঘিরে
যতোই রে ভাই চেষ্টা করো পাবো কৈশোর ফিরে।

কৈশোরে ওই নাইতে যাওয়া বিলে ঝিলে নদে ,
কৈশোরের ওই সময় গেছে ভুল যে পদে পদে।
রোজ সকালে কিছুর জন্য বড়সড় বায়না
আমি শুধু সেটাই চাই রে অন্যে কিছু চাইনা।

কৈশোরের ওই বিকেল বেলা বন্ধুর সাথে খেলা
বর্ষাকালে নদে ভাসে যেমন রে ভাই ভেলা।
কৈশোরের ওই সময় শেষে যৌবন আসে যখন
সাথী পাওয়ার জন্য মনটা মিষ্টি হাসে তখন।

কৈশোরের ওই চঞ্চল রাঙা সময় গেছে চলে
যৌবন আসে যাই যে চলে বৃদ্ধ তখন বলে।
কৈশোরের ওই কালো চুল ভাই যখন হবে সাদা
আশে পাশের ছেলেমেয়ে বলবে আমায় দাদা।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “কৈশোরের স্মৃতি

    1. সুন্দর মন্তব্য করেছেন।
      শুভকামনা রইল সতত প্রিয় কবি।।।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  1. আপনার লেখা কবিতাগুলো ভালো লাগে। কিন্তু একটা জিনিস মাথায় ঘুরপাক খায়। লেখার উপরাংশে ৪+৫+৬+/৯℅৬ এগুলো কি? জানালে ভালো লাগতো।

    1. স্বরবৃত্ত ছন্দ লিখেছি কবিতা খানি।
      শব্দ বিন্যাস।

      শুভকামনা রইল সতত
      ।।।।।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।