বিরহ অনল

অক্ষরবৃত্ত ছন্দঃ ৮+৬ মহা পয়রা

সেই মুখ সেই কথা ভোলে না’তো মন
মনে কষ্ট নিয়ে ভাই করি এই পণ।
হৃদয়ের কোণে সে তাে ছিলো আলোময়
তারে বিহীন কষ্ট রে দুখে হয় ক্ষয়।

মনে জাগে সেই কথা ভোলে না তো মন
কি হয়েছে তোমা সাথে ভাবি সারাক্ষণ।
হৃদয়ের কথা গুলো মনে পড়ে যাই
বিরহ অনল বুকে কোনো কথা নাই।

প্রেমের কথা বলা যে অতি কষ্ট ভাই
তার মতো এত কষ্ট পৃথিবীতে নাই।
করেছে যেজন প্রেম বোঝে সেইজন
সদা থাকে এলোমেলো বিনিময়ে মন।

শত ব্যথা বুকে নিয়ে গাই সদা গান
বিরহ অনল বুকে উদাসীন প্রাণ।
দিবানিশিতে সতত চাই তোকে মন
বুঝাতে পারি না মন জাগে ক্ষণে ক্ষণ।

তোমায় ছাড়া সতত হতাশায় মন
কেমন দিন যে গেছে তোমার যে সন।
হৃদয় যে ছারখার প্রিয়া যে বিহীন
বসে ভাবি তোমা কথা অরণ্য গহীন।

রচনাকালঃ
২৬/০৬/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “বিরহ অনল

    1. শুভকামনা রইল সতত প্রিয় কবি।
      ঈদ মোবারক।।।

  1. হৃদয় যে ছারখার প্রিয়া যে বিহীন
    বসে ভাবি তোমা কথা অরণ্য গহীন। ___ সুন্দর কথা কাব্য। ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর মন্তব্য।
      শুভকামনা রইল সতত।।

      ঈদ মুবারক “”https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. শুভকামনা রইল।।।

      “”” ঈদ মোবারক “”

      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।