সব মিছে

৪+৪/৪+২

মিছে ধরার পিছে পড়ে
করি শুধু খেলা
আপনজনকে দূরে ঠেলে
সুখে কাটে বেলা।

ধরার হলো রঙ্গে ভরা
সময় বয়ে চলে
মুখে দারুণ মিষ্টি কথা
ইচ্ছে করে বলে।

দুই দিনের এই ধরার বুকে
করে কত রঙ্গ
মৃত্যু এসে সকল রঙ্গ
করবে তবে ভঙ্গ।

প্রভুর বিধান মানতে হবে
নইলে পাবে সাজা
মিথ্যা আশা ভালোবাসা
খুশিতে মন তাজা।

কথায় কথায় মনে পড়ে
শুধু মৃত্যুর কথা
যেতে হবে সবে ছেড়ে
থাকবো যথা তথা।

রচনাকালঃ
০২/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “সব মিছে

  1. নিয়মিত ভাবে আপনার কবিতা পড়ে রীতিমত অভ্যস্ত হয়ে উঠেছি।
    শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। টেক কেয়ার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।