৪+৪/৪+২
মিছে ধরার পিছে পড়ে
করি শুধু খেলা
আপনজনকে দূরে ঠেলে
সুখে কাটে বেলা।
ধরার হলো রঙ্গে ভরা
সময় বয়ে চলে
মুখে দারুণ মিষ্টি কথা
ইচ্ছে করে বলে।
দুই দিনের এই ধরার বুকে
করে কত রঙ্গ
মৃত্যু এসে সকল রঙ্গ
করবে তবে ভঙ্গ।
প্রভুর বিধান মানতে হবে
নইলে পাবে সাজা
মিথ্যা আশা ভালোবাসা
খুশিতে মন তাজা।
কথায় কথায় মনে পড়ে
শুধু মৃত্যুর কথা
যেতে হবে সবে ছেড়ে
থাকবো যথা তথা।
রচনাকালঃ
০২/০৭/২০২১
নিয়মিত ভাবে আপনার কবিতা পড়ে রীতিমত অভ্যস্ত হয়ে উঠেছি।
শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। টেক কেয়ার।
শুভকামনা রইল সতত।।।