৩+৪+৪-৪ স্বরবৃত্ত ছন্দ
একটা পথ আঁকড়ে ধরো
জীবন চলার দীর্ঘ রথে
বেশি পথ ধরলে পারে
চলবে ভুলের পথে পথে।
পৃথিবীর বুকে গিরি
যেমন আছে নীরব তবে
স্বপ্ন হয় যদি তেমন
তোমার স্বপ্ন সফল হবে।
সাফল্য নির্ভর করে
দৃঢ় বিশ্বাস সুন্দর মনে
লক্ষ্যহীন জীবন চলে
এক ঝলকের বৃষ্টি ক্ষণে।
মনোবল যাদের ভাঙা
জীবনটা যে সৌরভহীন ফুল
সিদ্ধান্ত যা নিয়েছি
সদা শুধু মনে হয় ভুল।
দেখো ভাই একটা স্বপ্ন
হবে না তো কিছু মন্দ
দেখবে রে তোমার ঘরে
জ্বলছে আলোর ওই না ছন্দ।
রচনাকালঃ
০২/০৭/২০২১
দারুণ প্রকাশ!
শুভকামনা রইল
কবিতায় শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।
শুভকামনা রইল সতত।।