৫+৫/৫+৩
গুরু আমার জগৎ জুড়ে
সবার আমি ছাত্র,
নানা জনের কাছে থেকেই
শিখেছি আমি মাত্র।
চাঁদের কাছে শিখেছি আমি
মিষ্টিমুখে হাসতে,
মাছের কাছে শিখেছি আমি
দারুণ ভাবে ভাসতে।
বায়ুর কাছে শিখেছি আমি
দ্রুত গতিতে চলতে,
টিয়ার কাছে শিখেছি আমি
মধুর বুলি বলতে।
ফুলের কাছে শিখেছি আমি
রম্য ভাবে ফুটতে
নদীর কাছে শিখেছি আমি
দারুণ ভাবে ছুটতে।
পৃথিবী হলো বিশাল খাতা
লেখা নানান জিনিস,
জ্ঞান বুদ্ধি শেখানোর তো
হয় না কভু ফিনিস।
রচনাকালঃ
১২/০৭/২০২১
বারিধারা
জাহাঙ্গীর আলম অপূর্ব
৮+৭/৬ (বিশাখ পয়রা)
আকাশটা ঘন মেঘে /ডেকে আছে কভু রে
ডেকে আছে কভু,
নদীনালা খালে বিলে / জলে থৈথৈ তবু রে
জলে থৈথৈ তবু।
বারিধারা অবিরাম / চলে শুধু চলে রে
চলে শুধু চলে,
কদম কেয়া ফুলের / বর্ষা রানি বলে রে
বর্ষা রানি বলে।
দেয়ার ডাকে সবাই / ঘরে মধ্যে থাকে রে
ঘরে মধ্যে থাকে,
ময়ূর নাচের সদা / পুচ্ছ লুকে রাখে রে
পুচ্ছ লুকে রাখে।
বৃষ্টির দিনে ব্যাঙের/ মনোরম হাঁকে রে
মনোরম হাঁকে,
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙে / মন খুলে ডাকে রে
মন খুলে ডাকে।
কচুরিপানা জলে /জলে সদা ভাসে রে
জলে সদা ভাসে,
নদীনালা খালে বিলে / নানা দব্য আসে রে
নানা দব্য আসে।
রচনাকালঃ
১২/০৭/২০২১
প্রাণঢালা শুভকামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল।
শুভকামনা রইল সতত প্রিয় কবি।।।