যেখানেই যাই শণের নুড়ি
তুলোর বুনটে ধুসর রাত
তারপর চলে গেছে কতকাল!
গজনীর সুলতান ছুঁড়ে দিয়েছিল কবে
কণ্ঠহার; ছুঁড়ে দিয়েছিল মসনদ।
কবে যেন সকালটা
নাগমন্দির হয়ে উঠছিল ফোঁসফাঁস ছোবলে—
সেই থেকে ফের শুরু।
জলের উপর শবাসন
সয় না জলশৈবাল
কুমিরে তাই টানছে রাশিফল
শুক্র থেকে জাতক চলে যাচ্ছে অস্থির বুধে
ধনুক বাঁকা রাত টম এন্ড জেরী খেলে একমনে।
যেখানেই যাই অযথা কালক্ষেপণ
অমানুষের মিথ্যে পূজা পেতে পেতে
দেরী হয়ে যায় খামোখাই।
সুন্দর কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি বন্ধু শাকিলা তুবা। ভালো থাকবেন।
অসাধারণ অনুভূতি, অপার মুগ্ধতা ।