স্বার্থপর ভুবন
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৫+৫/৫+২
ধরার বুকে স্বার্থছাড়া
কাজ করে না কেউ,
নিজ স্বার্থ কুক্ষিগত
করতে তোলে ঢেউ।
নিজ স্বার্থ হাসিল করে
সকল জ্ঞান ভুলে,
ধরার বুকে চলেন তিনি
বুকটি তার ফুলে।
স্বার্থ নিজে করার তরে
ভোলে আপন পর,
তখন তিনি রাজার হালে
বাঁধেন বড় ঘর।
স্বার্থপর এ দুনিয়াতে
সুখে মেলে না ভাই,
সুখের পথে খুঁজে যে মরি
আমি অধম তাই ।
কোন পথতে সুখটি পাবো
খুঁজি মরি রে তবে,
আসলেই কি সুখ বলেই
আছে কিছু কি ভবে।
রচনাকালঃ
২৩/০৭/২০২১
——————————–
আপন ঘর
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ
আপন কুটির ছোটো হলে
আপনজনে রয়,
মন আনন্দে নেচে গেয়ে
থাকে নাকো ভয়।
আপন কুটির খড়ের ছাওনি
রয়েছে মোর সব,
সেথায় আছে স্বাধীনতা
নাহি আছে ঢপ।
ইট পাথরের দালান দিলাম
সুখ যে তাতে নাই,
এমন প্রাসাদ থাকার চেয়ে
নাহি ভালো ভাই।
চড়ুই পাখির মতো পরের
ঘরে থাকা সুখ,
বাবুইপাখির আপন বাসায়
সহ্য করে দুখ।
আপন হাতের তৈরি করা
খড়ের ছাওনি ঘর,
ভালোবাসায় পরিপূর্ণ
নাহি কেহ পর।
রচনাকালঃ
২৫/০৭/২০২১
কবিতায় শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল।
অনেক সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল।।