শ্রেষ্ঠ জাতি, শিক্ষিত হও

শ্রেষ্ঠ জাতি
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+৪/৪+২

শ্রেষ্ঠ জাতি মানব মোরা
হিংসা দ্বেষে মনটা ভোরা
তাতে হয় কি ভালো,
পাপে পাপে ধরার বুকে
মনে করে আছে সুখে
তাদের জীবন কালো।

হিংসা দ্বেষে মানব কূলে
জীর্ণ শীর্ণ পাপের ভূলে
অনুতাপে তেজে,
কারো কভু পাপের কথা
মন জাগে কি যথাতথা
অশ্রু গঙ্গায় ভেজে।

হিংসা দ্বেষ ভাই নাহি করো
সত্যের পথটি আঁকড়ে ধরো
ভ্রাতৃত্বের ওই বন্ধন,
আল্লাহ নবীর আদর্শ মেনে
চলো তুমি সবি জেনে
অনুতাপে নন্দন।

রচনাকালঃ
২৬/০৭/২০২১
—————————
শিক্ষিত হও
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

শিক্ষিত হও খোকা সোনা
দূর করো সব কালো,
আঁধার ভেদে ছিনে আনে
ধরার বুকে আলো।

অজ্ঞতার ওই কালো ছায়া
দূর করিবে তুমি,
মাতৃ সম তোমার খোকা
মাতৃ জনম ভূমি।

জাগাবে হে নবীন সমাজ
দেখাবে আলোর মেলা,
যা দেখে সব খেলবে সদা
নতুন আলোর খেলা।

পৃথিবীর সব জরাজীর্ণ
কাটাবে যে খোকা,
বৃথা সময় নষ্ট করলে
হবে তুমি বোকা।

নতুন নতুন স্বপ্ন গুলো
নিবে তুমি কিনে,
তোমার কাছে আসবে সবে
স্বপ্ন কিনতে দিনে।

রচনাকালঃ
২৭/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “শ্রেষ্ঠ জাতি, শিক্ষিত হও

  1. হিংসা দ্বেষ ভাই নাহি করো
    সত্যের পথটি আঁকড়ে ধরো
    ভ্রাতৃত্বের ওই বন্ধন,
    আল্লাহ নবীর আদর্শ মেনে
    চলো তুমি সবি জেনে
    অনুতাপে নন্দন। ___ অসামান্য বাণী। অশেষ শুভ কামনা প্রিয় কবি অপূর্ব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. খুব সুন্দর মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল সতত।।।। 

      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।