ঘর নেই আমার। এই প্রদায়ক মাত্রা
দীর্ঘ সুখ নিতে পারেনি কখনো,একা থাকো-
শাদা পাঞ্জাবির সাজে সংবেদন পুরুষ;
রাত্রি নেমে এলে স্থির অন্ধকারে যাবে
কারোর বোঝাপড়া ক্লান্তি চেপে হলেও
নক্ষত্রের ম্যানগ্রোভ বনে তাকায়ে দেখো-
অনেক নারী কবিতার ভেতরে ঘুমায়
সুন্দরী-আপেলের মতো থোকা-থোকা
সাংঘাতিক মায়াব্যাধির টানে, শরতদিন;
অনিদ্রা শরীরে একপ্রকার ঈদ-সংক্রমণ
প্রেম নামলে ফেরে আপ্ত ভ্রমে নতুন স্পর্শ
জলের সঙে কথা হবে, জ্যোৎস্না ফেটে ফুটে
চৌচিরে ছড়ায়ে যাবে বাদামি ঢেউ, আশ্বিনে-
নগরে বসে অযথা সব ননসেন্স রং বদলাই!
বরাবরের মতো পরিচ্ছন্ন কবিতা উপহার। প্রাণঢালা শুভকামনা প্রিয় কবি।