মায়ের নাম রূপকথা

মা জানে গল্পটার শুরু এবং শেষ
মাঝখানে যেটুকু যান চলাচল
অথবা বিদুৎ বিভ্রাট
সবটুকু তার অস্তিত্বের
উপযোগ নিয়ে বিলীন
এমন সব ঘরবাড়ি
আলোকসজ্জায় বর্ণিল
মা সেখানে আবাস গড়ে দিয়ে গেছে।

মা জানত বেঁচে থাকা,
মা জানে মৃত্যুও এক ধরনের বেঁচে থাকা
মা আসলে ঈশ্বরের বেটি
রূপকথার নটে গাছ মুড়াবে বারবার
তবু প্রতিটি শিশুই শুনতে চাইবে আবারো
মায়েদের শবকথা।

রূপকথার গল্পে যতি চিহ্ন আছে;
চিহ্নের বিচ্ছেদ ব্যথা নাই।

3 thoughts on “মায়ের নাম রূপকথা

  1. সত্যই মা রূপকথা নয় পৃথিবী সকল মা ভাল থাকুক

  2. রূপকথার গল্পে যতি চিহ্ন আছে;
    চিহ্নের বিচ্ছেদ ব্যথা নাই। ___
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।