নিরাপদ কোনো রাস্তা দিয়ে হেঁটে যাও
ধরো মাটি ফুঁড়ে বেরিয়েছে চাঁদ
হেঁটে যাও আলোর পথ ধরে
কিংবা আসমান ভর্তি সরোবর
টলটলে জল ভেসে ভেসে আছে
মাথার উপর কি যে তীব্র সুখ
হেঁটে যেতে পারো অশ্লেষে
আর যদি মাটির উপর মাটি থাকে
মাথার উপর আকাশ ভর্তি চাঁদ
মেঘের ভেতর মেঘ
নিরাপদ যাত্রা দিও তবে
আনন্দিত হাঁটার গতিতে
তবু পার হয়ে যাবে
ছোট্ট এই জীবন।
অনিশ্চয়তা কঠিন রোগ এক
মরে গিয়েও বেঁচে থাকতে হয়
তার চেয়ে আশার মরণ হোক
নিরাপদ থেকো শুধু।
(দৌর্মনস্য অর্থ বিষণ্ন্নতা)
অনিশ্চয়তা কঠিন রোগ এক
মরে গিয়েও বেঁচে থাকতে হয়
তার চেয়ে আশার মরণ হোক
নিরাপদ থেকো শুধু।
জীবনের এই অনিশ্চয়তা মানুষকে মরণের কোলে ঠেলে দেয় আর সুখে থাকলে আনন্দে পার হয় জীবন
একটু অন্যরকম মনে হলো কবি আপু
অপূর্ব লেখনী । এই ত মানুষের জীবন ।