৪+৪/৪+৪
প্রজাপতির কোমল ডানা
উড়তে যে তার নাই কো মানা।
বিকেল বেলা নদীর তীরে
লুকোচুরি ঘাসের ভীড়ে।
প্রজাপতি নানা ছলে
ছুটে চলে ফুলে ফলে।
মধু খেয়ে ধেয়ে আসে
দলের সাথে মিষ্টি হাসে।
প্রজাপতির রূপটা ভালো
মাঝে মাঝে হলুদ কালো।
লার্ভা থেকে জন্ম তারই
কোথায় আছে তাদের বাড়ি।
পরাগায়ন পরাগ রেনু
প্রজাপতির গুনগুন বেণু।
গানে গানে মুগ্ধ করে
মধুতে ওই মুখটি ভরে।
রচনাকালঃ
১৯/১০/২০২১
সরল ছড়া পদ্য পড়তে ভালো লাগে। শুভেচ্ছা কবি অপূর্ব। শুভ সন্ধ্যা।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।
অনিন্দ্য সুন্দর কথামালায় হৃদয় ছুঁয়ে গেল
চমৎকার মন্তব্য করেছেন প্রিয় কবি।
শুভকামনা রইল সতত।।