৪+৪/৪+১
লক্ষ্মীছাড়া জীবন আমার
পাই না সুখের কুল,
তার-ই জন্য জীবন নদে
করি শুধু ভুল।
ভুলে ভুলে আমার জীবন
একেবারে শেষ,
সুখ নাই তবে আমার প্রাণে
আছি দুখের দেশ।
সুখ দুঃখ তো প্রভুর হাতে
সুখ মেলা তো ভার,
সুখের জন্য জীবন শূন্য
সুখ যে তবে কার।
সুখ সুখ করি জগৎ মাঝে
দিবানিশি ভোর,
দুখের চক্রে শুধু- ই দুখ
পাই না সুখের দোর।
দুঃখ নিয়ে জীবন রথে
যায় না চলা ওই,
সুখ তো আমি খুজে মরি
সুখ তবে যে কই।
রচনাকালঃ
২২/০৯/২০২১
দুঃখ নিয়ে জীবন রথে
যাই না চলা ওই,
সুখ তো আমি খুজে মরি
সুখ তবে যে কই।
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সদা।।
খুব সুন্দর ছন্দময় কবি দা
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সদা।।