৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
তোমার গর্ভে জন্ম আমার
তুমি নয়ন তারা,
তোমায় ছাড়া আমার জীবন
ভীষণ ছন্নছাড়া।
মাগো আমায় ছেড়ে আছো
ওই না বহু দূরে,
সেথায় আমি চাই রে যেতে
সুদূর অচিন পুরে।
তোমার কথা মনে পড়লে
জলে ভাসে আঁখি,
তোমায় ছাড়া একলা আমি
ক্যামন করে থাকি।
মাগো তুমি চোখের মণি
তুমি সকল আশা,
তোমায় ছাড়া আমার মুখে
থাকে না তো ভাষা।
জীবন নদে ভাসতে তুমি
দিলে মাগো শিক্ষা,
তোমার কাছে পেলাম আমি
নানা কাজের দীক্ষা।
কোথায় আছো ক্যামন আছো
ইচ্ছে জাগে মনে,
দিবানিশি তোমার কথা
ভাবি ক্ষণে ক্ষণে।
রচনাকালঃ
০১/০৮/২০২১
শুভেচ্ছা জানবেন কবি। শুভসকাল।
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল।।।