মানব জীবন

মানব জীবনে কিছু রোগ ধীরে ধীরে শরীরে বসতি স্থাপন করে যেমন স্লো পয়জন। কিছু রোগ তাদের কর্ম দ্বারা শরীরকে আবৃত করে। অবশেষে রোগটি শরীরকে গ্রাস করতে থাকে পরিণত মৃত্যুর দিকে নিয়ে যায়।

আমাদের শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া থেকে অচল হয়ে পড়লে, জীবন থেকে ফেলে আসা কিম্বা সেই সুন্দর দৃশ্যমান পরিবেশ বুকের ভেতরে কম্পন তোলে অতঃপর পরক্ষনই তা যেনো অন্ধকার ছেয়ে আসে পরিশেষে প্রকৃতির সকল সৌন্দর্য খুব কুৎসিত মনে হয়।

সময় থেকে ছিটকে পড়া মানুষদের জন্য প্রকৃতির এই নির্মম পরিণতি আমাদের চোখের সামনে ঘটতে থাকে অতঃপর এক অনাগত ভবিষ্যত তৈরি করে। যা কীনা, দৃশ্যমান বলেই বিবেচিত হয়।

অবশেষে জীবন বেঁচে থাকার মায়ায় আকৃষ্ট হয় এবং মন সর্বদা বেঁচে থাকার জীবনদাতা শক্তি দ্বারা কল্পনার মহাজাগতিক জগতে নিমজ্জিত হয়। তারপর সময়ের অন্ধকার, আলো ফিরিয়ে দেবে কিনা তা সেই স্থান কাল পাত্র বিবেচনা করে।

অতএব, আমি বলতেই পারি মানবজীবনে সুস্থতা প্রকৃতির পাওয়া সবচাইতে মূল্যবান সম্পদ যা অর্থ বিত্তের চেয়ে মূল্যবান। সকল বন্ধুদের সুস্থতা কামনা করছি, সুন্দর জীবন কামনা করছি, কামনা করছি সুন্দর ভবিষ্যৎ আমাদের মধ্যে যার অর্থ সম্পদ যদি নুন্যতম কিছু নাও থাকে সে ক্ষেত্রে তাঁর যদি সুস্থ দেহ থাকে আমি বলব সেটাই সম্পদের চেয়েও অধিক মূল্যবান যার কোন তুলনা হয় না।

1 thought on “মানব জীবন

  1. "সময় থেকে ছিটকে পড়া মানুষদের জন্য প্রকৃতির এমন নির্মম পরিণতি আমাদের চোখের সামনে ঘটতে থাকে অতঃপর এক অনাগত ভবিষ্যত তৈরি করে।" _ টেক কেয়ার শামীম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।