জীবন

26985

জীবন থেমে যাওয়া গল্পের ঋতুতে
সরিসৃপ বৃক্ষ এঁকেবেঁকে উঠেছে আকাশ চূড়ায়
কিছুটা প্রয়োজন ছিল, নিয়মের বেড়াজালে
আটকে থেকে অনিয়ম ভাঙ্গার।

মেঘের উপরে রাজসিক ঈগল
ডানা ঝাপটিয়ে দেখছে সমতল।
শিকার আর শিকারির দঙ্গলে,
নিয়ম আর অনিয়ম ভাঙ্গার লড়াই তো করতেই হয়।

দিনের পর দিন বছরের পর বছর
যুগের পর যুগ ও সময়ের পরে সময়
এভাবেই চলছে তো চলছেই।

ঋতুবর্তী মেঘ, ঋতুবর্তী বৃষ্টি ভেজা বিকেল’
বর্গাকৃতির অন্ধকারাচ্ছন্ন মেঘ-ছায়া!
কি এক ভয়ঙ্কর মায়াজাল ছেয়ে
চিড়ে দিচ্ছে জমিনের বুক।

আমাদের সময় নীরবে-নিভৃতে,ছুটে চলছে।
ছুটে চলছে, মেঘ ছুটে চলছেন বায়ু ছুটে চলছে
ছুটে চলছে নিরন্তর সন্ন্যাসীর দল।
নির্দিষ্ট লক্ষ্য অদৃশ্য গন্তব্য

ছুটে চলছে সময় আর জীবনের গল্প বলা কথা
ছুটছে পৃথিবী নক্ষত্ররাজি আলো আর যান্ত্রিক জীবনের গতিমান চিহ্ন।

সময় বয়ে চলছে… বছর ঘূর্নয়নমান…
আসছে, যাচ্ছে, ঘটনা অঘটনের সাক্ষী হয়ে।
বিবসনা দিনের অনুরণ তুলে।

এখানে কেউ স্মৃতি,
কেউ নতুনের আগমনে উৎসাহিত,
আবার কেও আগন্তুক পথিকবর।
আমরা হারিয়ে যাচ্ছি সময়ের অন্ধকারে
পাড়ি দিচ্ছি এক দিগন্ত থেকে অন্য দিগন্তে…

জীবনের এই শুভ্রতা, অহমিকা,
নগণ্য আর রাজসিক অবয়ব ধারণ করে
যে পথিক চলমান তার অমূল্য সাধনে।

আমরা সবাই উদ্দেশ্য পিরিত,
কেউ পৌঁছলো গন্তব্যে,
কেউ মাঝপথে থেমে গিয়েছে
আবার কেউ নতুন করে শুরু করছে
এভাবেই চলছে পৃথিবীর এই মায়াজাল।

তবুও আমরা এক পলক একদৃষ্টে
তাকিয়ে থাকি আকাশের পথে
যেখানে আমরা আমাদের চোখ দিয়ে স্পর্শ করি নক্ষত্ররাজি।

যা হাত দিয়ে ছুঁয়ে দেখার এক অলীক কল্পনা।

জীবন ছুয়ে যাবে কোন এক ঋতুতে
কষ্টের দাবানল যেভাবে পুরে দেয় শরীর
তবুও এগিয়ে যাওয়া এ জীবন
বয়ে চলছে ভবিষ্যতের দিকে।

শরীরে কষ্টের আধিপত্য
হৃদয়ে দাবানল হয়ে
নীরবে সহ্য করে চলেছে মহাকাল
গোধূলির সোনালী সূর্য
পশ্চিমের দিগন্ত ছেয়ে আলোকিত করছে পূর্ব
নগরের প্রবেশদ্বারে অস্তিত্বের সংকীর্তন,
নিরবে রচনা করছে মহাকাব্য অবশেষে
আমরা অনুরণ তুলেছি জীবনের;

2 thoughts on “জীবন

  1. আমাদের সময় নীরবে-নিভৃতে,ছুটে চলছে।
    ছুটে চলছে, মেঘ ছুটে চলছেন বায়ু ছুটে চলছে
    ছুটে চলছে নিরন্তর সন্ন্যাসীর দল।
    নির্দিষ্ট লক্ষ্য অদৃশ্য গন্তব্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।