তাবিজের জন্য সাহস

৪+৪/৪+২

ভয় করি না ভুতকে দেখে
তাবিজ আছে কাছে,
তাবিজ দেখে খাবি খাচ্ছে
ভুতেরা জাম গাছে।

ছেলেবেলায় গ্রামের পথে
শুনছি ভুতের কথা,
গাছে উঠতে ভয় যে লাগে
ওই না যথাতথা।

একলা একলা রাতের বেলা
চলতে গেলে কভু,
মনের মধ্যে ভুতের ভয়টা
চলে আসে তবু।

মনের ভয়ে কাপে দিলটা
তাবিজ থাকুক যত,
তাবিজের ওই গরম দেখে
ঘুরে চলি শত।

যতই থাকুক মনে শক্তি
তাবিজের ওই জন্য,
ভুতের গল্প শুনে শুনে
জীবনটা রে ধন্য।

রচনাকালঃ
১৯/০৮/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “তাবিজের জন্য সাহস

    1. দারুণ মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।