চলে আয় আমি তোকে জীবন দেখাবো

তোরও যখন আমার মতো অসুখ হবে
অসুখ হবে ভালোবাসার,
অসুখ হবে একটুখানি প্রিয় কারো কথা শোনার।

শোন! কোনো নোটিশ ছাড়াই চলে আসবি,
আমি তোকে জীবন দেখাবো— বুঝলি?
আয় চলে আয় আমি তোকে জীবন দেখাবো।

একলা আমি কেমন আছি একটা তোকে ছাড়া,
তোর শোকেতেই ছাড়ালাম কত কিছুই—
আমি আবার সেই আমার, বাবার বেকের ছেলেটা!

শোন! কোনো নোটিশ ছাড়াই চলে আসবি,
আমি তোকে জীবন দেখাবো— বুঝলি?
আয় চলে আয় আমি তোকে জীবন দেখাবো।

আমার এখন চার দেয়ালে শেওলা পড়া জীবন,
মা মরেছে আমার শোকে, বাবাটা যে একদমই অচল
বোনটা আমার পেটের দায়ে গায়ে জড়িয়েছে কাফন!
আমারও কী স্বপ্ন ছিলো কম!

শোন! কোনো নোটিশ ছাড়াই চলে আসবি,
আমি তোকে জীবন দেখাবো— বুঝলি?
আয় চলে আয় আমি তোকে জীবন দেখাবো।

স্বপ্ন ছিলো হরেক রকম, স্বপ্ন ছিলি তুই—
সুখে থাকবি এই ভেব ছেড়েছিলাম সবকিছুই!

এখন নাকি তোর সবই আছে,
শুধু ভালোবাসার বড্ড অভাব!
অভাব নাকি প্রিয় মানুষের,
কাছের দূরের নাকি নাইকো কেউ কথা বলার!
আমি তো বড়ই অবাক—
নেই নাকি একটিও দাঁড়কাক!

শোন! কোনো নোটিশ ছাড়াই চলে আসবি,
আমি তোকে জীবন দেখাবো— বুঝলি?
আয় চলে আয় আমি তোকে জীবন দেখাবো।

আদেল পারভেজ সম্পর্কে

নিজেকে খুব বেশি ভালোবাসি। কষ্ট পেতে মোটেও ভালোবাসিনা। সকলের মতো আমিও তৃষ্ণা পেলে জলের সাহায্য নেই।।।। আমার কবিতা লেখার কারণ- শরৎ পুজো, রেইল লাইনের ধারে কাশফুল, সিধুর ঢাক, বিসর্জন, মিষ্টি মুখ, কোজাগরী, আকাশ প্রদীপ - এর বাইরেও পুজো হয় মানুষের, নদীর ধারে একলা বসার মনোহর দুঃখ, হাভাতে মানুষের দুমুঠো চালের দুঃখ, কথা ফুরোনর দুঃখ, সংসারে নিজেকে বিকিয়ে দেবার দুঃখ, হারানো বন্ধুকে হারানোর দুঃখ, ফেলে আসা ছেলেবেলার পুজো, এমন দুঃখের চোরা স্রোতেও সুখের পজো হয় মানুষের। তাই সুখের পাশে দুঃখের কবিতা লেখা হয়।

2 thoughts on “চলে আয় আমি তোকে জীবন দেখাবো

  1. একরাশ শুভ কামনা এবং স্বাগতম মি. আদেল পারভেজ। 

    অনেকদিন পর আপনার লিখা পড়লাম প্রিয় লেখক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।