তোমার উষ্ণ ঠোঁটের ছায়ানীড় গহীনে
প্রতিটি বিষাদের স্মৃতিকাতরতা
জেগে আছে-চুমুক, সম্মতিপত্র-
কাঁচকাপে সাজানো তুমি-শরীর;
খরুচে সন্ধের ঘড়িকাঁটায় অঙ্কুরিত জীবন!
3 thoughts on “লাল চা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তোমার উষ্ণ ঠোঁটের ছায়ানীড় গহীনে
প্রতিটি বিষাদের স্মৃতিকাতরতা
জেগে আছে-চুমুক, সম্মতিপত্র-
কাঁচকাপে সাজানো তুমি-শরীর;
খরুচে সন্ধের ঘড়িকাঁটায় অঙ্কুরিত জীবন!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কাঁচকাপে সাজানো তুমি-শরীর;
খরুচে সন্ধের ঘড়িকাঁটায় অঙ্কুরিত জীবন!
পাঠে বিমোহিত হলাম।
সুন্দর